১০২ আত-তাকাছুর ( التكاثر )
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
So preoccupied by prosperity are you,
বিস্ময়কর কোরআনঃ এত আচ্ছন্ন তোমরা সমৃদ্ধিতে,
মুহিউদ্দীন খানঃ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
That you forged (in the names of dead people in) the graveyards.
বিস্ময়কর কোরআনঃ যে তোমরা জাল করেছ (মৃত ব্যক্তিদের নামে যারা) কবরে।
মুহিউদ্দীন খানঃ এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
Unacceptable (is that behavior), and (afterwards) you (plural) shall acquire evidence-based knowledge,
বিস্ময়কর কোরআনঃ অগ্রহণযোগ্য (ঐ আচরণ), এবং (পরে) তোমরা প্রমাণ-ভিত্তিক জ্ঞান অর্জন করবে,
মুহিউদ্দীন খানঃ এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
And then (later, it will be) Unacceptable (again), and (afterwards) you (plural) shall (again) acquire evidence-based knowledge.
বিস্ময়কর কোরআনঃ এবং তারপর (পরে, এটি আবার) অগ্রহণযোগ্য হবে এবং (পরে) তোমরা প্রমাণ-ভিত্তিক জ্ঞান অর্জন করবে।
মুহিউদ্দীন খানঃ অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
(You will find the above) Unacceptable, if you (plural) acquire evidence-based knowledge as the (only) knowledge of certainty.
বিস্ময়কর কোরআনঃ (তোমরা উপরোক্তটি খুঁজে পাবে) অগ্রহণযোগ্য, যদি তোমরা প্রমাণ-ভিত্তিক জ্ঞান অর্জন কর (একমাত্র) নিশ্চিততার জ্ঞান হিসাবে।
মুহিউদ্দীন খানঃ কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
(Know that) You (plural) will (certainly) see (i.e., experience the) state of wide- opened eyes (in full darkness),
বিস্ময়কর কোরআনঃ (জেনে রেখো) তোমরা অবশ্যই দেখবে (অর্থাৎ অনুভব করবে) প্রশস্ত-খোলা চোখের অবস্থা (সম্পূর্ণ অন্ধকারে)।
মুহিউদ্দীন খানঃ তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
And then (later) you (plural) will (certainly) see it, the wellspring of certainty,
বিস্ময়কর কোরআনঃ এবং তারপর (পরে) তোমরা এটি (অবশ্যই) দেখতে পাবে, নিশ্চিততার প্রস্রবন,
মুহিউদ্দীন খানঃ অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
And then (later), at that time, you (plural) shall be sought for answers about the bliss (of ‘Jannah’).
বিস্ময়কর কোরআনঃ এবং তারপর (পরে), সেই সময়ে, তোমরা অন্বেষিত হবে উত্তরের জন্য (জান্নাতের) পরম আনন্দ সম্পর্কে।
মুহিউদ্দীন খানঃ এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।