১০৫ ফীল ( الفيل )
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِۗ
Have you not seen how your lord (planned and) acted against the kindred in spirit companions of (one with) the flawed, feeble-minded opinion?
বিস্ময়কর কোরআনঃ তুমি কি দেখনি যে, তোমার পালনকর্তা কিভাবে ত্রুটিপূর্ণ ও দুর্বল মতের আত্মিক সঙ্গীদের বিরুদ্ধে (পরিকল্পনা ও) কাজ করেছেন?
মুহিউদ্দীন খানঃ আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِيْ تَضْلِيْلٍۙ
Did he not (the one with the feeble-minded opinion) render their plotting in (their self-) misguidance?
বিস্ময়কর কোরআনঃ সে (দুর্বল মতের অধিকারী) কি তাদের চক্রান্তকে (তাদের নিজের) গোমরাহীতে পরিণত করেনি?
মুহিউদ্দীন খানঃ তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ
And he (your lord) sent against them ‘Tayr’ (angels & teachers) who are disciplined trainers of shepherds (of camels),
বিস্ময়কর কোরআনঃ আর তিনি (তোমার পালনকর্তা) তাদের বিরুদ্ধে ‘তাইর’ (ফেরেশতা ও শিক্ষক) প্রেরণ করেছিলেন, যারা (উটের) রাখালদের সুশৃঙ্খল প্রশিক্ষক।
মুহিউদ্দীন খানঃ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ
Slandering (i.c., defaming, condemning) them with ‘Ḥijārah’ (i.e., Ayat that include judgments or declarations against those who deserve the ‘Hijr’ – the quarrantine) from a recurrent bearer of drowsing (i.e., Mūssā),
বিস্ময়কর কোরআনঃ নিমজ্জিত করার পুনরাবৃত্তির বাহক (অর্থাৎ, মূসা) থেকে ‘হিজারা’ (অর্থাৎ, আয়াত যা ‘হিজর’ প্রাপ্য ব্যক্তিদের বিরুদ্ধে রায় বা ঘোষণা অন্তর্ভুক্ত করে তার) দ্বারা তাদের অপবাদ দেওয়া (অর্থাৎ, মানহানি করা, নিন্দা করা),
মুহিউদ্দীন খানঃ যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُوْلٍ
And then, he (your lord) rendered them (companions of the flawed opinion) like chaff that is spread by the winds and then eaten (and excreted).
বিস্ময়কর কোরআনঃ এবং তারপর, তিনি (তোমার পালনকর্তা) তাদের (ত্রুটিপূর্ণ মতামতের সঙ্গীদের) একটি তুষের মত করে দিলেন যা বাতাস দ্বারা ছড়িয়ে পড়ে এবং তারপর খাওয়া হয় (এবং নির্গত হয়)।
মুহিউদ্দীন খানঃ অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।