১০৬ আল-কুরাইশ ( قريش )
الَّذي أَطعَمَهُم مِن جوعٍ وَآمَنَهُم مِن خَوفٍ
(Allahh) who provided them food after (or instead of) hunger, and made them secured after (or instead of) fear.
বিস্ময়কর কোরআনঃ যিনি তাদের ক্ষুধার পরিবর্তে আহার দিয়েছেন এবং ভয়ের পরিবর্তে নিরাপত্তা দিয়েছেন।
মুহিউদ্দীন খানঃ যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।