বিস্ময়কর কোরআন

৫১ আয-যারিয়াত ( الذاريات )

7

وَالسَّماءِ ذاتِ الحُبُكِ

(I swear) By the elevated (QurꜤānic) understanding with weaves:

বিস্ময়কর কোরআনঃ (শপথ করছি) বুননের সাথে (কোরআনের) উচ্চতর উপলব্ধি দ্বারা:

মুহিউদ্দীন খানঃ পথবিশিষ্ট আকাশের কসম,

Secrets of Surah Al-Fatiha (The opening of Quran). Evidence that most Muslims are not aware of

8

إِنَّكُم لَفي قَولٍ مُختَلِفٍ

Indeed, you are into a different (type of) declaration (i.e., this QurꜤān).

বিস্ময়কর কোরআনঃ প্রকৃতপক্ষে, তোমরা একটি ভিন্ন (ধরনের) ঘোষণার মধ্যে আছো (যা এই কোরআন)।

মুহিউদ্দীন খানঃ তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।

9

يُؤفَكُ عَنهُ مَن أُفِكَ

Deluded about it are those who are willing to be misinformed!

বিস্ময়কর কোরআনঃ এ ব্যাপারে বিভ্রান্ত তারাই, যারা ভুল তথ্য পেতে ইচ্ছুক!

মুহিউদ্দীন খানঃ যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,

10

قُتِلَ الخَرّاصونَ

Destroyed are those who rush to speculate (in interpreting the scripture without certainty and diligence);

বিস্ময়কর কোরআনঃ ধ্বংস হয়েছে তারা যারা অনুমান করতে তাড়াহুড়ো করে (নিশ্চিততা এবং অধ্যবসায় ছাড়াই কিতাবের ব্যাখ্যা করার ক্ষেত্রে);

মুহিউদ্দীন খানঃ অনুমানকারীরা ধ্বংস হোক,

11

الَّذينَ هُم في غَمرَةٍ ساهونَ

Those who are steeped in perplexity, inattentive.

(These are) The ones who are inundated (with epistemological pollution) while
being absent-minded.

বিস্ময়কর কোরআনঃ যারা বিভ্রান্তিতে নিমজ্জিত, অমনোযোগী।

মুহিউদ্দীন খানঃ যারা উদাসীন, ভ্রান্ত।

12

يَسأَلونَ أَيّانَ يَومُ الدّينِ

They inquire: ‘When is the day of ‘Dīn’ (established order)?’

বিস্ময়কর কোরআনঃ তারা জিজ্ঞাসা করে: (প্রতিষ্ঠিত আদেশ) ‘দীন’ কবে?

মুহিউদ্দীন খানঃ তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

13

يَومَ هُم عَلَى النّارِ يُفتَنونَ

(It shall be) When they are upon the dimly lit, man-made illumination, while being tried!

বিস্ময়কর কোরআনঃ (এটা হবে) যখন তারা অস্পষ্টভাবে আলোকিত, মনুষ্যসৃষ্ট আলোর উপর, যখন তারা চেষ্টা করছে!

মুহিউদ্দীন খানঃ যেদিন তারা অগ্নিতে পতিত হবে,

14

ذوقوا فِتنَتَكُم هٰذَا الَّذي كُنتُم بِهِ تَستَعجِلونَ

(It shall be said to them:) “Taste your self-caused trial: This is what you have been
in a rush for!”

বিস্ময়কর কোরআনঃ (তাদেরকে বলা হবে:) “তোমাদের স্ব-সৃষ্ট কষ্টভোগের স্বাদ নাও: এটার জন্যই তোমরা তাড়াহুড়ো করেছো!”

মুহিউদ্দীন খানঃ তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।

15

إِنَّ المُتَّقينَ في جَنّاتٍ وَعُيونٍ

(It shall be when) The disciplined ones are indeed in Jannāt (concealed abodes with privileged understanding) and fountains (of understanding),

বিস্ময়কর কোরআনঃ (এটা হবে যখন) সুশৃঙ্খল ব্যক্তিরা প্রকৃতপক্ষে (সুবিধাপ্রাপ্ত উপলব্ধি সহ গোপন আবাস) জান্নাতে এবং (উপলব্ধির) ঝর্ণার মধ্যে থাকবে,

মুহিউদ্দীন খানঃ খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।

16

آخِذينَ ما آتاهُم رَبُّهُم ۚ إِنَّهُم كانوا قَبلَ ذٰلِكَ مُحسِنينَ

Accepting what their lord allowed them to learn, for, before that, they were among those who sought insight!

বিস্ময়কর কোরআনঃ তাদের প্রভু তাদের যা শিখতে দিয়েছিলেন তা তারা গ্রহণ করে, কারণ, এর আগে, তারা অন্তর্দৃষ্টি অনুসন্ধানকারীদের মধ্যে ছিলো!

মুহিউদ্দীন খানঃ এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,

20

وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ

And in the (way of engaging the) scriptural text are divine signs for those (with certainty),

বিস্ময়কর কোরআনঃ এবং কিতাবীয় পাঠ্যতে (নিযুক্ত হওয়ার পথে) তাদের জন্য পবিত্র নিদর্শন রয়েছে নিশ্চিতভাবে,

মুহিউদ্দীন খানঃ বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,

Daily Abrahamic Locution Duaa for 13th August, 2023

21

وَفِيْٓ اَنْفُسِكُمْ ۗ اَفَلَا تُبْصِرُوْنَ

And (also) within your selves: Do you not perceive (them)?

বিস্ময়কর কোরআনঃ এবং (এছাড়াও) তোমাদের নিজেদের মধ্যে: তোমরা কি (তাদের) উপলব্ধি কর না?

মুহিউদ্দীন খানঃ এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?

Daily Abrahamic Locution Duaa for 13th August, 2023

52

وَلا تَجعَلوا مَعَ اللَّهِ إِلٰهًا آخَرَ ۖ إِنّي لَكُم مِنهُ نَذيرٌ مُبينٌ

Similarly, whenever a messenger came to those before them, they said “Magician” or “crazy”!

বিস্ময়কর কোরআনঃ অনুরূপভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রাসূল এসেছে, তারা বলেছে “যাদুকর” বা “পাগল”!

মুহিউদ্দীন খানঃ এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।

55

وَذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ

And contribute the masculine part (to your own, as well as to the believers’ QurꜤān engagement and comprehension process), for, the spontaneous recollection of Allahh’s direct guidance (that complements and ensues such contribution) benefits the believers.

বিস্ময়কর কোরআনঃ এবং বলিষ্ঠ অংশটিতে (তোমার নিজের জন্য, পাশাপাশি বিশ্বাসীদের কোরআনের সম্পৃক্ততা এবং উপলব্ধি প্রক্রিয়ায়) অবদান রাখো, কারণ, আল্লাহর প্রত্যক্ষ নির্দেশনার স্বতঃস্ফূর্ত স্মরণ (যা এই ধরনের অবদানকে পরিপূরক করে এবং ফল দেয়) বিশ্বাসীদের উপকার করে।

মুহিউদ্দীন খানঃ এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।

Abrahamic Locution Duaa for 23 February 2023

56

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ

And (be aware that) I have created neither ‘Jinns’ nor humans except for pursuing the right way to me!

বিস্ময়কর কোরআনঃ আর আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার দিকে সঠিক পথ অনুসরণ করার জন্য।

মুহিউদ্দীন খানঃ আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।

Abrahamic Locution Duaa for 18 May 2023

57

مَآ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَآ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ

I do not want from them any (self-concocted intellectual and spiritual) sustenance, and I want them not to tell me how to provide (such sustenance to them)!

বিস্ময়কর কোরআনঃ আমি তাদের কাছ থেকে কোন (স্ব-মনগড়া বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক) জীবিকা চাই না, এবং আমি চাই যে তারা আমাকে বলবে না কিভাবে (তাদের এই ধরনের জীবিকা) সরবরাহ করতে হবে!

মুহিউদ্দীন খানঃ আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।

Abrahamic Locution Duaa for 18 May 2023

58

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ

Allahh is the only provider of any (intellectual and spiritual) sustenance, the provider of power (to engage properly the scripture), the invincible.

বিস্ময়কর কোরআনঃ আল্লাহই একমাত্র (বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক) রিযিকদাতা , শক্তিদাতা (কিতাবে সঠিকভাবে নিয়োজিত হওয়ার জন্য) এবং অপরাজেয়।

মুহিউদ্দীন খানঃ আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।

Abrahamic Locution Duaa for 18 May 2023

নংসূরার নামমোট আয়াতঅনুবাদ করা হয়েছে
1আল- ফাতিহা77
2আল-বাকারা28664
3আল-ইমরান20056
4নিসা17632
5আল-মায়িদাহ12035
6আল-আনাম16535
7আল-আরাফ20662
8আল-আনফাল7511
9আত-তাওবাহ1298
10ইউনুস10925
11হুদ12325
12ইউসুফ111111
13আর-রাদ4310
14ইবরাহীম526
15আল-হিজর9918
16আন-নাহল12838
17বনি ইসরাইল11129
18আল-কাহফ11074
19মারিয়াম9853
20ত্বা হা13539
21আল-আম্বিয়া11239
22আল-হাজ্ব7811
23আল-মুমিনুন11832
24আন-নূর646
25আল-ফুরকান7744
26আশ-শুআরা22735
27আন-নমল9356
28আল-কাসাস8828
29আল-আনকাবুত6914
30আল-রুম6034
31লুকমান3424
32আস-সাজদাহ309
33আল-আহযাব7335
34আস-সাবা547
35আল-ফাতির4510
36ইয়া সিন8383
37আস-সাফফাত18252
38সোয়াদ8839
39আয-যুমার7533
40আল-মুমিন8520
41ফুসসিলাত5420
42আশ-শূরা539
43আয-যুখরুফ8935
44আদ-দুখান5919
45আল-জাসিয়াহ3712
46আল-আহকাফ3517
47মুহাম্মদ3813
48আল-ফাতহ299
49আল-হুজুরাত184
50ক্বাফ4524
51আয-যারিয়াত6017
52আত-তুর493
53আন-নাজম6262
54আল-ক্বমর5519
55আর-রাহমান7878
56আল-ওয়াকিয়াহ9696
57আল-হাদিদ297
58আল-মুজাদিলাহ222
59আল-হাশর243
60আল-মুমতাহানা132
61আস-সাফ146
62আল-জুমুআহ115
63আল-মুনাফিকুন111
64আত-তাগাবুন182
65আত-ত্বালাক121
66আত-তাহরীম126
67আল-মুলক308
68আল-ক্বলম528
69আল-হাক্ক্বাহ5219
70আল-মাআরিজ444
71নূহ286
72আল-জ্বিন2828
73মুযাম্মিল202
74মুদাসসির561
75আল-কিয়ামাহ4023
76আল-ইনসান3131
77আল-মুরসালাত5050
78আন-নাবা4040
79আন-নাযিয়াত463
80আবাসা4242
81আত-তাকবির2929
82আল-ইনফিতার1919
83আত-তাতফিক367
84আল-ইনশিকাক2525
85আল-বুরুজ222
86আত-তারিক1717
87আল-আলা190
88আল-গাশিয়াহ261
89আল-ফজর304
90আল-বালাদ207
91আশ-শামস1515
92আল-লাইল210
93আদ-দুহা111
94আল-ইনশিরাহ88
95আত-তীন81
96আল-আলাক1919
97আল-ক্বাদর55
98আল-বাইয়িনাহ83
99আল-যিলযাল88
100আল-আদিয়াত1111
101আল-কারিয়াহ110
102আত-তাকাছুর88
103আল-আসর30
104আল-হুমাযাহ99
105ফীল55
106আল-কুরাইশ41
107আল-মাউন70
108আল-কাওসার30
109আল-কাফিরুন60
110আন-নাসর30
111লাহাব55
112আল-ইখলাস40
113আল-ফালাক55
114আন-নাস66
  62362307