৫৯ আল-হাশর ( الحشر )
وَالَّذِيْنَ جَاۤءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَآ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ ࣖ
And those who came after them say: “Our lord! Grant reconnection with you for us and those (living) who preceded us in faith, and remand not in our cores any (cognitive) constraints due to those who believed (before us). Our lord! You are lenient, merciful!”
বিস্ময়কর কোরআনঃ আর যারা তাদের পরে এসেছিল তারা বলেছিলঃ আমাদের পালনকর্তা! আপনার সাথে আমাদের এবং (যারা জীবিত) তাদের জন্য পুনরায় সংযোগ দান করুন যারা বিশ্বাসে আমাদের অগ্রবর্তী ছিল এবং যারা (আমাদের আগে) বিশ্বাস করেছিল তাদের কারণে আমাদের অন্তরে কোন (জ্ঞানগত) সীমাবদ্ধতা রাখবেন না। আমাদের পালনকর্তা! আপনি নম্র, করুণাময়!”
মুহিউদ্দীন খানঃ আর এই সম্পদ তাদের জন্যে, যারা তাদের পরে আগমন করেছে। তারা বলেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।
Abrahamic Locution Duaa for 5 August 2022
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰىهُمْ اَنْفُسَهُمْۗ اُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
And be not like those who forgot Allahh and thus he made them forget themselves, for, those are the excessively disobedient.
বিস্ময়কর কোরআনঃ আর তাদের মত হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে এবং এভাবে তিনি তাদের আত্ন বিস্মৃত করে দিয়েছেন, কেননা তারাই অতিশয় অবাধ্য।
মুহিউদ্দীন খানঃ তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহ তা’আলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তা’আলা তাদেরকে আত্ন বিস্মৃত করে দিয়েছেন। তারাই অবাধ্য।
Abrahamic Locution Duaa for 31 January 2023
لَا يَسْتَوِيْٓ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَنَّةِۗ اَصْحٰبُ الْجَنَّةِ هُمُ الْفَاۤىِٕزُوْنَ
Not equal are the companions of the dimly lit, man-made illumination and the companions of the concealed abodes of privileged understanding. The companions of the concealed abodes of privileged understanding – they are the victorious ones.
বিস্ময়কর কোরআনঃ অস্পষ্ট আলোকিত, মানবসৃষ্ট আলোকসজ্জার সঙ্গী এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত বোঝার গোপন আবাসের সঙ্গী সমান নয়। বিশেষ সুবিধাপ্রাপ্ত বোঝার গোপন আবাসের সঙ্গীরা – তারাই বিজয়ী।
মুহিউদ্দীন খানঃ জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী, তারাই সফলকাম।
Abrahamic Locution Duaa for 17 January 2023