৬৪ আত-তাগাবুন ( التغابن )
هُوَ الَّذِيْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
He is the one who created you, and thereafter among you are rejecters and among you are believers. And Allahh is intimately insightful of what you toil.
বিস্ময়কর কোরআনঃ তিনিই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে প্রত্যাখ্যানকারী এবং তোমাদের মধ্যে বিশ্বাসী। আর তোমরা যা মেহনত করছ, আল্লাহ সে সম্পর্কে গভীরভাবে অবগত।
মুহিউদ্দীন খানঃ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের এবং কেউ মুমিন। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন।
Abrahamic Locution Duaa for 4 February 2023
مَآ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗوَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ ۗوَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ
No calamity is targeted but by the permission of Allahh. And whoever believes in Allahh, he guides his core, and Allahh exposes knowledge about everything (in the scripture).
বিস্ময়কর কোরআনঃ আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ-আপদ আসে না। আর যে আল্লাহর প্রতি বিশ্বাস আনে, তিনি তার অন্তরকে পথ দেখান এবং আল্লাহ সবকিছু সম্পর্কে জ্ঞান প্রকাশ করেন (কিতাবে)।
মুহিউদ্দীন খানঃ আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।
Abrahamic Locution Duaa for 30 March 2023