৬৭ আল-মুলক ( الملك )
وَلَقَدْ زَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ
And we have adorned the lower layer of understanding with (deceptive) lamps, and we remanded them as instruments for Shaytans (to cast away people from guidance), and we readied for them the punishment of the increasing price.
বিস্ময়কর কোরআনঃ এবং আমরা বোধের নিম্ন স্তরকে (প্রতারণামূলক) প্রদীপ দ্বারা সজ্জিত করেছি, এবং আমরা তাদের শয়তানের হাতিয়ার হিসাবে রেখেছি (মানুষকে পথপ্রদর্শন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য), এবং আমরা তাদের জন্য ক্রমবর্ধমান মূল্যের শাস্তি প্রস্তুত করেছি।
মুহিউদ্দীন খানঃ আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
Abrahamic Locution Duaa for 23 December 2022
وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَۗ وَبِئْسَ الْمَصِيْرُ
And to those who deny their lord, a punishment of ‘Jahannam’, and how wretched of a destination it is.
বিস্ময়কর কোরআনঃ আর যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করে তাদের জন্য ‘জাহান্নাম’ এর শাস্তি এবং তা কতই না নিকৃষ্ট গন্তব্য।
মুহিউদ্দীন খানঃ যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কতই না নিকৃষ্ট স্থান।
Abrahamic Locution Duaa for 23 December 2022
وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِيْٓ اَصْحٰبِ السَّعِيْرِ
And they said: “Were we able to hear or comprehend, we would not be among the companions of the excessive price (to be paid for our erroneousness).”
বিস্ময়কর কোরআনঃ এবং তারা বলেছিল: “আমরা যদি শুনতে বা বুঝতে সক্ষম হতাম তবে আমরা অতিরিক্ত মূল্যের (আমাদের ভুলের জন্য প্রদেয়) সঙ্গীদের অন্তর্ভুক্ত হতাম না।”
মুহিউদ্দীন খানঃ তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।
Abrahamic Locution Duaa for 28 October 2022
اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ
Those who are disciplined regarding what has been undisclosed by their lord: To them is a reconnection with him, and a convincing recompense.
বিস্ময়কর কোরআনঃ যারা তাদের পালনকর্তার দ্বারা অপ্রকাশিত বিষয় সম্পর্কে সুশৃঙ্খলা: তাদের জন্য রয়েছে তাঁর সাথে একটি পুনঃসম্পর্ক এবং একটি দৃঢ় প্রতিদান।
মুহিউদ্দীন খানঃ নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
Abrahamic Locution Duaa for 23 January 2023
أَوَلَم يَرَوا إِلَى الطَّيرِ فَوقَهُم صافّاتٍ وَيَقبِضنَ ۚ ما يُمسِكُهُنَّ إِلَّا الرَّحمٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيءٍ بَصيرٌ
Have they not pondered about the ‘Ṭayr’ (angels or teachers) above them, arranging (in accordance with their recipients’ Weltanschauung), and yet, they (the deniers) still hoard (the knowledge from others): No one holds them (the angels or teachers) back except Ar-Raḥmān. Indeed, he provides the insight using everything (in the scripture)!
বিস্ময়কর কোরআনঃ তারা কি তাদের উপরের ‘তাইর’ (ফেরেশতা বা শিক্ষক) সম্পর্কে চিন্তা করেনি, যারা ব্যবস্থা করছে (প্রাপকদের জীবনবেদ অনুসারে), এবং তবুও, তারা (অস্বীকারকারীরা) এখনও (অন্যদের থেকে জ্ঞান) সঞ্চয় করে: আর-রহমান ছাড়া কেউ তাদের (ফেরেশতা বা শিক্ষকদের) ধরে রাখে না। প্রকৃতপক্ষে, তিনি সবকিছু ব্যবহার করে অন্তর্দৃষ্টি প্রদান করেন (কিতাবে)!
মুহিউদ্দীন খানঃ তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহ-ই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব-বিষয় দেখেন।
اَمَّنْ هٰذَا الَّذِيْ يَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ ۚ بَلْ لَّجُّوْا فِيْ عُتُوٍّ وَّنُفُوْرٍ
Or who is it that could provide for you if he withheld his sustenance? But they have persisted in insolence and aversion.
বিস্ময়কর কোরআনঃ অথবা কে তোমাদের কে রিযিক দিতে পারে যদি তিনি তার রিযিক দেয়া থেকে বিরত থাকে? কিন্তু তারা অসহিষ্ণুতা ও বিদ্বেষ বজায় রেখেছে।
মুহিউদ্দীন খানঃ তিনি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে।
Abrahamic Locution Duaa for 25 December 2022
اَفَمَنْ يَّمْشِيْ مُكِبًّا عَلٰى وَجْهِهٖٓ اَهْدٰىٓ اَمَّنْ يَّمْشِيْ سَوِيًّا عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
(Tell us then) Is one who endeavors to trip (others, inciting them) upon his (conceited, defective) outlook better guided or one who endeavors to be balanced upon a methodology for self-correction?
বিস্ময়কর কোরআনঃ (তাহলে আমাদের বল) যে ব্যক্তি তার (অহংকারী, ত্রুটিপূর্ণ) দৃষ্টিভঙ্গি নিয়ে (অন্যদেরকে উস্কানি দেওয়ার) চেষ্টা করে, সে কি ভালভাবে পরিচালিত হয় নাকি যে আত্ম-সংশোধনের পদ্ধতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে?
মুহিউদ্দীন খানঃ যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি সৎ পথে চলে, না সে ব্যক্তি যে সোজা হয়ে সরলপথে চলে?
Daily Abrahamic Locution Duaa for 28th August, 2023
قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَاۤؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّأْتِيْكُمْ بِمَاۤءٍ مَّعِيْنٍ
Say: “Have you pondered, if your water were to become inaccessible (deep into the earth), then who is to provide you with freshly sourced water?”
বিস্ময়কর কোরআনঃ বলুন: “তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের পানি (ভূগর্ভের গভীরে চলে গিয়ে) উপলভ্য না হয়, তাহলে কে তোমাদেরকে সতেজ পানি সরবরাহ করবে?”
মুহিউদ্দীন খানঃ বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?
Abrahamic Locution Duaa for 24 January 2023