বিস্ময়কর কোরআন

৬৭ আল-মুলক ( الملك )

5

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ

And we have adorned the lower layer of understanding with (deceptive) lamps, and we remanded them as instruments for Shaytans (to cast away people from guidance), and we readied for them the punishment of the increasing price.

বিস্ময়কর কোরআনঃ এবং আমরা বোধের নিম্ন স্তরকে (প্রতারণামূলক) প্রদীপ দ্বারা সজ্জিত করেছি, এবং আমরা তাদের শয়তানের হাতিয়ার হিসাবে রেখেছি (মানুষকে পথপ্রদর্শন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য), এবং আমরা তাদের জন্য ক্রমবর্ধমান মূল্যের শাস্তি প্রস্তুত করেছি।

মুহিউদ্দীন খানঃ আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।

Abrahamic Locution Duaa for 23 December 2022

 

6

وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَۗ وَبِئْسَ الْمَصِيْرُ

And to those who deny their lord, a punishment of ‘Jahannam’, and how wretched of a destination it is.

বিস্ময়কর কোরআনঃ আর যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করে তাদের জন্য ‘জাহান্নাম’ এর শাস্তি এবং তা কতই না নিকৃষ্ট গন্তব্য।

মুহিউদ্দীন খানঃ যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কতই না নিকৃষ্ট স্থান।

Abrahamic Locution Duaa for 23 December 2022

 

10

وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِيْٓ اَصْحٰبِ السَّعِيْرِ

And they said: “Were we able to hear or comprehend, we would not be among the companions of the excessive price (to be paid for our erroneousness).”

বিস্ময়কর কোরআনঃ এবং তারা বলেছিল: “আমরা যদি শুনতে বা বুঝতে সক্ষম হতাম তবে আমরা অতিরিক্ত মূল্যের (আমাদের ভুলের জন্য প্রদেয়) সঙ্গীদের অন্তর্ভুক্ত হতাম না।”

মুহিউদ্দীন খানঃ তারা আরও বলবেঃ যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।

Abrahamic Locution Duaa for 28 October 2022

 
 

12

اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ

Those who are disciplined regarding what has been undisclosed by their lord: To them is a reconnection with him, and a convincing recompense.

বিস্ময়কর কোরআনঃ যারা তাদের পালনকর্তার দ্বারা অপ্রকাশিত বিষয় সম্পর্কে সুশৃঙ্খলা: তাদের জন্য রয়েছে তাঁর সাথে একটি পুনঃসম্পর্ক এবং একটি দৃঢ় প্রতিদান।

মুহিউদ্দীন খানঃ নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।

Abrahamic Locution Duaa for 23 January 2023

19

أَوَلَم يَرَوا إِلَى الطَّيرِ فَوقَهُم صافّاتٍ وَيَقبِضنَ ۚ ما يُمسِكُهُنَّ إِلَّا الرَّحمٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيءٍ بَصيرٌ

Have they not pondered about the ‘Ṭayr’ (angels or teachers) above them, arranging (in accordance with their recipients’ Weltanschauung), and yet, they (the deniers) still hoard (the knowledge from others): No one holds them (the angels or teachers) back except Ar-Raḥmān. Indeed, he provides the insight using everything (in the scripture)!

বিস্ময়কর কোরআনঃ তারা কি তাদের উপরের ‘তাইর’ (ফেরেশতা বা শিক্ষক) সম্পর্কে চিন্তা করেনি, যারা ব্যবস্থা করছে (প্রাপকদের জীবনবেদ অনুসারে), এবং তবুও, তারা (অস্বীকারকারীরা) এখনও (অন্যদের থেকে জ্ঞান) সঞ্চয় করে: আর-রহমান ছাড়া কেউ তাদের (ফেরেশতা বা শিক্ষকদের) ধরে রাখে না। প্রকৃতপক্ষে, তিনি সবকিছু ব্যবহার করে অন্তর্দৃষ্টি প্রদান করেন (কিতাবে)!

মুহিউদ্দীন খানঃ তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহ-ই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব-বিষয় দেখেন।

21

اَمَّنْ هٰذَا الَّذِيْ يَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ ۚ بَلْ لَّجُّوْا فِيْ عُتُوٍّ وَّنُفُوْرٍ 

Or who is it that could provide for you if he withheld his sustenance? But they have persisted in insolence and aversion.

বিস্ময়কর কোরআনঃ অথবা কে তোমাদের কে রিযিক দিতে পারে যদি তিনি তার রিযিক দেয়া থেকে বিরত থাকে? কিন্তু তারা অসহিষ্ণুতা ও বিদ্বেষ বজায় রেখেছে।

মুহিউদ্দীন খানঃ তিনি যদি রিযিক বন্ধ করে দেন, তবে কে আছে, যে তোমাদেরকে রিযিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে।

Abrahamic Locution Duaa for 25 December 2022

 

22

اَفَمَنْ يَّمْشِيْ مُكِبًّا عَلٰى وَجْهِهٖٓ اَهْدٰىٓ اَمَّنْ يَّمْشِيْ سَوِيًّا عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ 

(Tell us then) Is one who endeavors to trip (others, inciting them) upon his (conceited, defective) outlook better guided or one who endeavors to be balanced upon a methodology for self-correction?

বিস্ময়কর কোরআনঃ (তাহলে আমাদের বল) যে ব্যক্তি তার (অহংকারী, ত্রুটিপূর্ণ) দৃষ্টিভঙ্গি নিয়ে (অন্যদেরকে উস্কানি দেওয়ার) চেষ্টা করে, সে কি ভালভাবে পরিচালিত হয় নাকি যে আত্ম-সংশোধনের পদ্ধতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে?

মুহিউদ্দীন খানঃ যে ব্যক্তি উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি সৎ পথে চলে, না সে ব্যক্তি যে সোজা হয়ে সরলপথে চলে?

Daily Abrahamic Locution Duaa for 28th August, 2023

30

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَاۤؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّأْتِيْكُمْ بِمَاۤءٍ مَّعِيْنٍ

Say: “Have you pondered, if your water were to become inaccessible (deep into the earth), then who is to provide you with freshly sourced water?”

বিস্ময়কর কোরআনঃ বলুন: “তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের পানি (ভূগর্ভের গভীরে চলে গিয়ে) উপলভ্য না হয়, তাহলে কে তোমাদেরকে সতেজ পানি সরবরাহ করবে?”

মুহিউদ্দীন খানঃ বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা?

Abrahamic Locution Duaa for 24 January 2023

 
নংসূরার নামমোট আয়াতঅনুবাদ করা হয়েছে
1আল- ফাতিহা77
2আল-বাকারা28664
3আল-ইমরান20056
4নিসা17632
5আল-মায়িদাহ12035
6আল-আনাম16535
7আল-আরাফ20662
8আল-আনফাল7511
9আত-তাওবাহ1298
10ইউনুস10925
11হুদ12325
12ইউসুফ111111
13আর-রাদ4310
14ইবরাহীম526
15আল-হিজর9918
16আন-নাহল12838
17বনি ইসরাইল11129
18আল-কাহফ11074
19মারিয়াম9853
20ত্বা হা13539
21আল-আম্বিয়া11239
22আল-হাজ্ব7811
23আল-মুমিনুন11832
24আন-নূর646
25আল-ফুরকান7744
26আশ-শুআরা22735
27আন-নমল9356
28আল-কাসাস8828
29আল-আনকাবুত6914
30আল-রুম6034
31লুকমান3424
32আস-সাজদাহ309
33আল-আহযাব7335
34আস-সাবা547
35আল-ফাতির4510
36ইয়া সিন8383
37আস-সাফফাত18252
38সোয়াদ8839
39আয-যুমার7533
40আল-মুমিন8520
41ফুসসিলাত5420
42আশ-শূরা539
43আয-যুখরুফ8935
44আদ-দুখান5919
45আল-জাসিয়াহ3712
46আল-আহকাফ3517
47মুহাম্মদ3813
48আল-ফাতহ299
49আল-হুজুরাত184
50ক্বাফ4524
51আয-যারিয়াত6017
52আত-তুর493
53আন-নাজম6262
54আল-ক্বমর5519
55আর-রাহমান7878
56আল-ওয়াকিয়াহ9696
57আল-হাদিদ297
58আল-মুজাদিলাহ222
59আল-হাশর243
60আল-মুমতাহানা132
61আস-সাফ146
62আল-জুমুআহ115
63আল-মুনাফিকুন111
64আত-তাগাবুন182
65আত-ত্বালাক121
66আত-তাহরীম126
67আল-মুলক308
68আল-ক্বলম528
69আল-হাক্ক্বাহ5219
70আল-মাআরিজ444
71নূহ286
72আল-জ্বিন2828
73মুযাম্মিল202
74মুদাসসির561
75আল-কিয়ামাহ4023
76আল-ইনসান3131
77আল-মুরসালাত5050
78আন-নাবা4040
79আন-নাযিয়াত463
80আবাসা4242
81আত-তাকবির2929
82আল-ইনফিতার1919
83আত-তাতফিক367
84আল-ইনশিকাক2525
85আল-বুরুজ222
86আত-তারিক1717
87আল-আলা190
88আল-গাশিয়াহ261
89আল-ফজর304
90আল-বালাদ207
91আশ-শামস1515
92আল-লাইল210
93আদ-দুহা111
94আল-ইনশিরাহ88
95আত-তীন81
96আল-আলাক1919
97আল-ক্বাদর55
98আল-বাইয়িনাহ83
99আল-যিলযাল88
100আল-আদিয়াত1111
101আল-কারিয়াহ110
102আত-তাকাছুর88
103আল-আসর30
104আল-হুমাযাহ99
105ফীল55
106আল-কুরাইশ41
107আল-মাউন70
108আল-কাওসার30
109আল-কাফিরুন60
110আন-নাসর30
111লাহাব55
112আল-ইখলাস40
113আল-ফালাক55
114আন-নাস66
  62362307