৭০ আল-মাআরিজ ( المعارج )
تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰىۙ
(Jahannam) Inviting those who run away in rejection,
বিস্ময়কর কোরআনঃ যারা প্রত্যাখ্যান করে পালিয়ে যায় (জাহান্নাম) তাদের কে আহবান করে,
মুহিউদ্দীন খানঃ সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।
Abrahamic Locution Duaa for 5 June 2023
وَالَّذِيْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۚ
And those who are fearful of the punishment of their lord.
বিস্ময়কর কোরআনঃ আর যারা তাদের পালনকর্তার শাস্তিকে ভয় করে।
মুহিউদ্দীন খানঃ এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।
Abrahamic Locution Duaa for 21 May 2023
اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُوْنٍۖ
Indeed, no one should feel secure from the punishment of their lord!
বিস্ময়কর কোরআনঃ নিশ্চয় কেউ যেন তার পালনকর্তার শাস্তি থেকে নিরাপদ বোধ না করে।
মুহিউদ্দীন খানঃ নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।
Abrahamic Locution Duaa for 20 May 2023
اُولٰۤىِٕكَ فِيْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَ
Those are in concealed abodes of privileged understanding, receiving the soft whisperings (from the angels).
বিস্ময়কর কোরআনঃ তারা বিশেষ সুবিধাপ্রাপ্ত বোঝার গোপন আবাসে রয়েছে, (ফেরেশতাদের কাছ থেকে) নরম ফিসফিস গ্রহণ করে।
মুহিউদ্দীন খানঃ তারাই জান্নাতে সম্মানিত হবে।
Abrahamic Locution Duaa for 4 June 2023