৮৯ আল-ফজর ( الفجر )
يٰٓاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُۙ
O ‘nafs’ in tranquility!
বিস্ময়কর কোরআনঃ ও প্রশান্ত ‘নফস’!
মুহিউদ্দীন খানঃ হে প্রশান্ত মন,
ارْجِعِيْٓ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
Return to the mission established (for you) by your lord, pleased, and pleasing!
বিস্ময়কর কোরআনঃ তোমার পালনকর্তার দ্বারা প্রতিষ্ঠিত মিশনে ফিরে আসো, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে!
মুহিউদ্দীন খানঃ তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
فَادْخُلِيْ فِيْ عِبٰدِيْۙ
And (then) be admitted among my wayfarers (in the afterlife),
বিস্ময়কর কোরআনঃ এবং (অতঃপর) আমার (পরবর্তী জীবনের) পথিকদের অন্তর্ভুক্ত হও।
মুহিউদ্দীন খানঃ অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
وَادْخُلِيْ جَنَّتِيْ
and enter my concealed abode of privileged understanding!
বিস্ময়কর কোরআনঃ এবং প্রবেশ কর আমার বিশেষ সুবিধাপ্রাপ্ত বোঝার গোপন আবাসস্থলে!
মুহিউদ্দীন খানঃ এবং আমার জান্নাতে প্রবেশ কর।