বিস্ময়কর কোরআন

৯৬ আল-আলাক ( العلق )

1

اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذي خَلَقَ

Read in the name of your lord who created (spiritually, intellectually, and/or physically)

বিস্ময়কর কোরআনঃ তোমার প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন (আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক এবং/অথবা শারীরিকভাবে)

মুহিউদ্দীন খানঃ পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন

2

خَلَقَ الإِنسانَ مِن عَلَقٍ

He created the designee (i.e., a specific divinely guidable man) from something that clings (i.e., something conjoined).

বিস্ময়কর কোরআনঃ তিনি আঁকড়ে থাকা (অর্থাৎ, সংযুক্ত কিছু) থেকে মনোনীত ব্যক্তিটিকে (অর্থাৎ, একজন নির্দিষ্ট পবিত্রভাবে নির্দেশযোগ্য মানুষটি) তৈরি করেছেন।

মুহিউদ্দীন খানঃ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।

3

اقرَأ وَرَبُّكَ الأَكرَمُ

Read, along with your lord who purifies (your understanding),

বিস্ময়কর কোরআনঃ পাঠ করো তোমার রবের সাথে যিনি পরিশুদ্ধ করেন (তোমার বোধগম্যতা),

মুহিউদ্দীন খানঃ পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,

4

الَّذي عَلَّمَ بِالقَلَمِ

Who has taught with the pen.

বিস্ময়কর কোরআনঃ যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন।

মুহিউদ্দীন খানঃ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

5

عَلَّمَ الإِنسانَ ما لَم يَعلَم

He (is the one who) taught the designee that which he did not know.

বিস্ময়কর কোরআনঃ তিনি (সেই যিনি) মনোনীত ব্যক্তিটিকে তা শিখিয়েছিলেন যা সে জানতো না।

মুহিউদ্দীন খানঃ শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

6

كَلّا إِنَّ الإِنسانَ لَيَطغىٰ

Nay, the designee commits excesses,

বিস্ময়কর কোরআনঃ অধিকন্তু, মনোনীত ব্যক্তিটি বাড়াবাড়ি করে,

মুহিউদ্দীন খানঃ সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,

7

أَن رَآهُ استَغنىٰ

Because he sees himself above any need (for Allahh).

বিস্ময়কর কোরআনঃ কারণ সে নিজেকে (আল্লাহর থেকে) যেকোনো প্রয়োজনের ঊর্ধ্বে দেখে।

মুহিউদ্দীন খানঃ এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

8

إِنَّ إِلىٰ رَبِّكَ الرُّجعىٰ

Indeed, to your lord is the (exclusive purview of) reassignment.

বিস্ময়কর কোরআনঃ নিঃসন্দেহে, তোমার রবের কাছেই রয়েছে (একচেটিয়া অধিকার) পুনঃনিযুক্তির।

মুহিউদ্দীন খানঃ নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

9

أَرَأَيتَ الَّذي يَنهىٰ

Did you see (or experience first-hand) the one who forbids

বিস্ময়কর কোরআনঃ তুমি কি সেই ব্যক্তিটিকে দেখেছো (অথবা প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছো) যে বারণ করে

মুহিউদ্দীন খানঃ আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে

10

عَبدًا إِذا صَلّىٰ

A wayfarer when he seeks guidance?

বিস্ময়কর কোরআনঃ এক পথিককে যখন সে পথনির্দেশনা কামনা করে?

মুহিউদ্দীন খানঃ এক বান্দাকে যখন সে নামায পড়ে?

11

أَرَأَيتَ إِن كانَ عَلَى الهُدىٰ

Did you see (i.e., verify for yourself) whether he used to be upon the guidance,

বিস্ময়কর কোরআনঃ তুমি কি দেখেছিলে (অর্থাৎ নিজের জন্য যাচাই করে) সে পথনির্দেশনার উপর থাকতো কিনা?

মুহিউদ্দীন খানঃ আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

12

أَو أَمَرَ بِالتَّقوىٰ

Or whether he (truly) directed (you) to discipline (in engaging the words of Allahh)?

বিস্ময়কর কোরআনঃ নাকি সে (সত্যিই) তোমাদেরকে নির্দেশ দেয় (আল্লাহর বাণীর সাথে জড়িত হতে) শৃঙ্খলার দিকে? 

মুহিউদ্দীন খানঃ অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

13

أَرَأَيتَ إِن كَذَّبَ وَتَوَلّىٰ

Did you see (i.e., verify for yourself) whether he had belied and rejected?

বিস্ময়কর কোরআনঃ তুমি কি দেখেছো (অর্থাৎ, নিজের জন্য যাচাই কর) যে সে অবজ্ঞা করেছিলো এবং প্রত্যাখ্যান করেছিলো কিনা?

মুহিউদ্দীন খানঃ আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

14

أَلَم يَعلَم بِأَنَّ اللَّهَ يَرىٰ

Did he not know that Allahh sees (all)?

বিস্ময়কর কোরআনঃ সে কি জানতো না যে, আল্লাহ (সব) দেখেন?

মুহিউদ্দীন খানঃ সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

15

كَلّا لَئِن لَم يَنتَهِ لَنَسفَعًا بِالنّاصِيَةِ

Nay (for sure!) If he does not desist, (only) darkness shall be produced by the forehead.

বিস্ময়কর কোরআনঃ বরং (নিশ্চয়ই!) যদি সে বিরত না হয়, কপালে (শুধু) অন্ধকার উৎপন্ন হবে।

মুহিউদ্দীন খানঃ কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-

16

ناصِيَةٍ كاذِبَةٍ خاطِئَةٍ

(And it becomes) A lying, sinful forehead.

বিস্ময়কর কোরআনঃ (এবং এটি হয়ে যায়) একটি মিথ্যা, পাপপূর্ণ কপাল।

মুহিউদ্দীন খানঃ মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

17

فَليَدعُ نادِيَهُ

And then, let him call on his associates:

বিস্ময়কর কোরআনঃ এবং তারপর, সে তার সহযোগীদের ডাকুক:

মুহিউদ্দীন খানঃ অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

18

سَنَدعُ الزَّبانِيَةَ

We shall call upon our enforcers!

বিস্ময়কর কোরআনঃ আমরা আমাদের বাহিনীকে ডাকব!

মুহিউদ্দীন খানঃ আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

19

كَلّا لا تُطِعهُ وَاسجُد وَاقتَرِب

Nay! Do not obey him, and prostrate (in submission) and come near!

বিস্ময়কর কোরআনঃ না! তার আনুগত্য করো না এবং সেজদা কর এবং আমার নিকটবর্তী হও!

মুহিউদ্দীন খানঃ কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

নংসূরার নামমোট আয়াতঅনুবাদ করা হয়েছে
1আল- ফাতিহা77
2আল-বাকারা28664
3আল-ইমরান20056
4নিসা17632
5আল-মায়িদাহ12035
6আল-আনাম16535
7আল-আরাফ20662
8আল-আনফাল7511
9আত-তাওবাহ1298
10ইউনুস10925
11হুদ12325
12ইউসুফ111111
13আর-রাদ4310
14ইবরাহীম526
15আল-হিজর9918
16আন-নাহল12838
17বনি ইসরাইল11129
18আল-কাহফ11074
19মারিয়াম9853
20ত্বা হা13539
21আল-আম্বিয়া11239
22আল-হাজ্ব7811
23আল-মুমিনুন11832
24আন-নূর646
25আল-ফুরকান7744
26আশ-শুআরা22735
27আন-নমল9356
28আল-কাসাস8828
29আল-আনকাবুত6914
30আল-রুম6034
31লুকমান3424
32আস-সাজদাহ309
33আল-আহযাব7335
34আস-সাবা547
35আল-ফাতির4510
36ইয়া সিন8383
37আস-সাফফাত18252
38সোয়াদ8839
39আয-যুমার7533
40আল-মুমিন8520
41ফুসসিলাত5420
42আশ-শূরা539
43আয-যুখরুফ8935
44আদ-দুখান5919
45আল-জাসিয়াহ3712
46আল-আহকাফ3517
47মুহাম্মদ3813
48আল-ফাতহ299
49আল-হুজুরাত184
50ক্বাফ4524
51আয-যারিয়াত6017
52আত-তুর493
53আন-নাজম6262
54আল-ক্বমর5519
55আর-রাহমান7878
56আল-ওয়াকিয়াহ9696
57আল-হাদিদ297
58আল-মুজাদিলাহ222
59আল-হাশর243
60আল-মুমতাহানা132
61আস-সাফ146
62আল-জুমুআহ115
63আল-মুনাফিকুন111
64আত-তাগাবুন182
65আত-ত্বালাক121
66আত-তাহরীম126
67আল-মুলক308
68আল-ক্বলম528
69আল-হাক্ক্বাহ5219
70আল-মাআরিজ444
71নূহ286
72আল-জ্বিন2828
73মুযাম্মিল202
74মুদাসসির561
75আল-কিয়ামাহ4023
76আল-ইনসান3131
77আল-মুরসালাত5050
78আন-নাবা4040
79আন-নাযিয়াত463
80আবাসা4242
81আত-তাকবির2929
82আল-ইনফিতার1919
83আত-তাতফিক367
84আল-ইনশিকাক2525
85আল-বুরুজ222
86আত-তারিক1717
87আল-আলা190
88আল-গাশিয়াহ261
89আল-ফজর304
90আল-বালাদ207
91আশ-শামস1515
92আল-লাইল210
93আদ-দুহা111
94আল-ইনশিরাহ88
95আত-তীন81
96আল-আলাক1919
97আল-ক্বাদর55
98আল-বাইয়িনাহ83
99আল-যিলযাল88
100আল-আদিয়াত1111
101আল-কারিয়াহ110
102আত-তাকাছুর88
103আল-আসর30
104আল-হুমাযাহ99
105ফীল55
106আল-কুরাইশ41
107আল-মাউন70
108আল-কাওসার30
109আল-কাফিরুন60
110আন-নাসর30
111লাহাব55
112আল-ইখলাস40
113আল-ফালাক55
114আন-নাস66
  62362307